প্রীতি ফুটবল ম্যাচে ভালো খেলে ২-০ গোলে হেরেছে অ-১৩ দল দৈনিক বিজয় সংবাদ দৈনিক বিজয় সংবাদ প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২৫ ক্রীড়া ডেস্ক: জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপনে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির উদ্যোগে আন্তঃ একাডেমি প্রীতি ফুটবল ম্যাচে তুমুল প্রতিদ্বন্দ্বিতার মধ্যে দিয়ে আজ বিকেলে সিডিএ বালুর মাঠে সম্পন্ন হয়েছে। সোমবার বিকেলে অনুষ্ঠিত এই ম্যাচে একাডেমির অ-১৫ দল জুনিয়র অ-১৩ দল কে ২-০ গোলে পরাজিত করেছে। জয়ী দলের আরিফ ও আমির হোসেন গোল করে। তবে এই ম্যাচে একাডেমির অনু -১৩ দলের খেলোয়াড়দের দারুন পারফর্ম আগত দর্শকরা উপভোগ করেন। বিশেষ করে রাব্বি, সাফায়েত ও আদিমান, কিপার হাসান ভালো খেলেছে। খেলা পরিচালনা করেন উপদেষ্টা কোচ, সাবেক ফুটবলার মোঃ আলাউদ্দিন,সহকারী কোচ মোঃ মামুন,মাঠ সমন্বয়কারী মোঃ আমির খন্দকার। খেলার পূর্বে উভয় টিমের খেলোয়াড়দের সাথে পরিচয় বিনিময় করেন টিম ম্যানেজার ও পরিচালক, ক্রীড়া সংগঠক, সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা,এসময় অভিভাবক সদস্য মোঃ কামাল উদ্দিন, মোঃ হানিফ ও আব্দুল খালেক। উল্লেখ্য যে, চলতি মাসের ২য় সপ্তাহে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে সিডিএফএ মেয়র একাডেমি কাপ ফুটবলে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি অংশগ্রহণের জন্য জোর প্রস্তুতি নিচ্ছে। এতে সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন টিম ম্যানেজার সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা। SHARES খেলাধুলা বিষয়: