আসন্ন ঈদ উপলক্ষে রয়েল এগ্রো খামারের প্রস্তুতি

প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২৫

আসন্ন ঈদ উপলক্ষে চট্টগ্রাম শহরের উত্তর হালিশহরের সাগরপার রোডে অবস্থিত *রয়েল এগ্রো* খামারে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। এই খামারটি বিশেষভাবে ঈদের জন্য প্রস্তুত করা হয় এবং প্রতিবছর কোরবানি উপলক্ষে বিভিন্ন পশু সরবরাহ করে থাকে।

*রয়েল এগ্রো* খামারের মালিক তসলিম জানান, তারা বিশেষত গরু, খাসি এবং ছাগলের বড় একটি সংখ্যা প্রস্তুত করছেন। এই খামারে পালিত পশুগুলো অত্যন্ত স্বাস্থ্যসম্মত এবং সঠিক নিয়ম মেনে পালন করা হয়। এ বছরও তারা প্রত্যাশিত চাহিদা পূরণ করতে প্রস্তুত।

এদিকে, স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, *রয়েল এগ্রো* খামারের পশুর মাংসের মান অনেক উচ্চমানের এবং খামারের পরিষেবা সবসময় সন্তোষজনক। “এ বছরও আমরা এখানে গরু কিনতে আসবো, কারণ এই খামারের পশুর স্বাস্থ্যগত অবস্থা খুবই ভালো,।

ঈদের প্রস্তুতির অংশ হিসেবে খামারে কর্মী সংখ্যা বাড়ানো হয়েছে এবং পশু পরিবহনের জন্য বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। তসলিম ভাই বলেন, “আমরা খামারের পশু বিক্রির জন্য পুরোপুরি প্রস্তুত। আমাদের উদ্দেশ্য হলো, গ্রাহকদেরকে সুস্থ এবং মানসম্মত পশু সরবরাহ করা।”

*রয়েল এগ্রো* খামারে এবার বিশেষ ছাড় ও সুবিধা দেওয়ার কথাও জানিয়েছেন তসলিম ভাই। ঈদে পশু কেনার জন্য আগ্রহী ক্রেতাদের সুবিধার জন্য প্রতিদিন খামারের দরজা খোলা থাকবে।